ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৮ ১৪৩১

টুইটারের মালালা, ৩০ মিনিটে ফলোয়ার ১ লাখ

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৮ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ১০:৩৮ এএম, ৮ জুলাই ২০১৭ শনিবার

ছবি: মালালা ইউসুফজাই

ছবি: মালালা ইউসুফজাই

সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার বিজয়ী ও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই স্কুলের পাঠ চুকিয়েছেন গতকাল শুক্রবার। আর গতকালই যোগ দিয়েছেন সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে।

টুইটারে টুইট বার্তার মাধ্যমেই জানিয়েছেন সেই কথা। প্রথম টুইট করার আধ ঘণ্টার মধ্যে তার ফলোয়ারের সংখ্যা লাখের কোটা ছাড়িয়েছে। তার প্রথম টুইটার বার্তাটি ছিলো ‘হাই, টুইটার’।

দ্বিতীয় বার্তায় তিনি লিখলেন, ‘আজ আমার স্কুলজীবনের শেষ দিন, আর টুইটারে আমার প্রথম দিন।’

এর পর মালালা লিখেন, ‘মাধ্যমিক স্কুলের পাঠ সম্পন্ন করা ছিল আমার জন্য অম্ল-মধুর অভিজ্ঞতা। আমার ভবিষ্যৎ নিয়ে উল্লসিত, কিন্তু…।’

আরেক টুইটে মালালা লিখেন, ‘বিশ্বে লাখ লাখ মেয়ে স্কুলের বাইরে এবং তারা কখনোই শিক্ষা শেষ করার সুযোগ পায় না।’

টুইটারে যোগ দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই মালালার অনুসারী এক লাখে পৌঁছায়। অনুসারীদের অনেকেই তাঁকে ফিরতি বার্তায় স্বাগত জানান।

১৯ বছর বয়সী মালালা বর্তমানে বিশ্বের সব মেয়েশিশুর স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে মনোযোগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছেন। টুইটার বার্তায় তিনি বলেন, ‘প্রতিটি মেয়ের জীবনের গল্প আলাদা। নারীদের সোচ্চার হতে হবে—আর এটাই হতে পারে সর্বজনীন শিক্ষা ও সমতা প্রতিষ্ঠার যুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র।’

পাকিস্তানের সোয়াত উপত্যকায় ২০১২ সালের ৯ অক্টোবর তালেবান বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন মালালা ইউসুফজাই। এর পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয়। বর্তমানে দেশটির বার্মিংহ্যামে পরিবার নিয়ে বসবাস করছেন নারীশিক্ষা নিয়ে আন্দোলন করা এই তরুণী।