জঙ্গি খোঁজে চরে অভিযান : মেলেনি কিছুই
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ৮ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ১০:০৫ এএম, ৯ জুলাই ২০১৭ রবিবার
জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর তৃতীয় দিনের অভিযানেও মেলেনি কোনো জঙ্গি আস্তানা। একই সঙ্গে কাউকে আটক বা কোনো অস্ত্রশস্ত্রের সন্ধানও পায়নি পুলিশ।
সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চরদিঘলকান্দি ও প্রজাপতি চরাঞ্চলে শুক্রবার রাত ৩টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তৃতীয় দিনের এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ময়নুল হক। এসময় তার সঙ্গে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটসহ জেলা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন।
আইনশৃংখলা বাহিনীর এ অভিযানে কেউ আটক হয়নি বা কোনো জঙ্গি আস্তানার খোঁজ মেলেনি।
এর আগে গত বুধবার সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের আটটি চরে প্রথম দফায় অভিযান পরিচালনা করে আইনশৃংখলা বাহিনী। এসময় এক নৌ ডাকাতকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে পুলিশ কোনো জঙ্গির খোঁজ পায়নি।
আর/ডব্লিউএন