উড্ডয়নের আগে বিমানের জানালা ভেঙে আহত ৫
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ৮ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৮:২৫ পিএম, ৮ জুলাই ২০১৭ শনিবার
উড্ডয়নের খানিক আগে বিমানের জানালা ভেঙে পড়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে দিল্লি এয়ারপোর্টে দ্য ইন্ডিগো এয়ারলাইন্সে এ দুর্ঘটনা ঘটে।
ইন্ডিগো কর্তৃপক্ষের ভাষ্য, দিল্লি থেকে মুম্বাইগামী তাদের ৬ই-১৯১ ফ্লাইটটি উড্ডয়নের আগ মুহূর্তে কাছাকাছি দূরত্বে স্পাইসজেটের এসজি-২৫৩ অপর উড়োজাহাজটি রানওয়েতে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে। এতে প্রচণ্ড বাতাসে তাদের উড়োজাহাজের জানালা ভেঙ্গে পড়ে। এসজি-২৫৩ উড়োজাহাজটির গরম বাতাসের বেগ এতটাই ছিল যে, ইন্ডিগোর উড়োজাহাজটির ইঞ্জিন পেছনে ফিরতে বাধ্য হয়।
ইন্ডিগোর এক মুখপাত্র জানান, ইন্দিরা গান্ধী বিমানবন্দরে শুক্রবার বিকেল চারটা ৫০ মিনিটের দিকে স্পাইসজেটের একটি বিমানের বিস্ফোরণে তাদের বিমানের ডানপ্রান্তের একটি জানালা ভেঙে যায়।
পরে গ্রাউন্ড স্টাফরা সতর্কবার্তা দিলে দ্রুত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাদের আনার পর মুম্বাইগামী বিমানটি ছেড়ে যায়।
ভারতের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের পর্যবেক্ষক বিভাগের ডিজি এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র : এনডিটিভি।