নাস্তিকরা ধার্মিকদের চেয়ে কম উদার!
প্রকাশিত : ০৮:২৩ পিএম, ৮ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৫২ এএম, ৯ জুলাই ২০১৭ রবিবার
নাস্তিকরা ধার্মিকদের তুলনামূলক বেশি প্রগতিশীল, বিশ্বব্যাপী এমন ধারণা প্রচলিত থাকলেও গবেষণায় উঠে এসেছে ভিন্ন তথ্য। একটি ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ধার্মিক মানুষজন নাস্তিকদের চেয়ে ভিন্নমতের প্রতি বেশি সহনশীল এবং মননের দিক থেকে তারা বেশি প্রগতিশীল।
এতে দেখা গেছে, নাস্তিকরা নিজেদের ব্যাপারে ভাবার সময় বেশ প্রগতিশীল কিন্তু তার চেয়ে ভিন্ন মতের কারও ব্যাপারে সে তুলনামূলক কম সহনশীল।
গবেষকরা বলেছেন, তাদের গবেষণায় মনে হয়েছে ধর্মে বিশ্বাসী মানুষজন ভিন্নমত উপলব্ধি ও সহ্য করার ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশি পারদর্শী।
গবেষণা প্রতিবেদনটির একজন সহ-লেখক ড. ফিলিপ উজারেভিক লিখেছেন, উগ্র ও অন্ধ বিশ্বাসী লোকজন শুধু ধর্মীয়দের মধ্যেই সীমাবদ্ধ নেই। অনেক ক্ষেত্রে অবিশ্বাস্য মনে হতে পারে, যখন কারও ব্যক্তিগত বিশ্বাসের থেকে ভিন্ন কোনো মত নিয়ে আলোচনা করা হয়, তখন ধার্মিকরাই বেশি খোলোমেলা মনোভাব প্রকাশ করেন।
গবেষণা প্রতিবেদনে ড. উজারেভিক স্বীকার করে নিয়েছেন যে, পশ্চিমা দেশগুলোতে ও বিশ্বের বড়বড় শহরগুলোতে ধর্মহীন থাকা এখন নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
ডব্লিউএন