ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৮ ১৪৩১

কাশ্মীরে ফের কারফিউ

প্রকাশিত : ১০:২৪ পিএম, ৮ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৫৩ এএম, ৯ জুলাই ২০১৭ রবিবার

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা বোরহান ওয়ানি ইস্যুতে এক বছর পর ফের কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল বোরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে যেন কোনো ধরনের বিক্ষোভ-প্রতিবাদ না করা হয়, তার জন্য ৩ শহরে কারফিউ জারি করা হয়েছে। কাশ্মীরে অন্য এলাকার মানুষের চলাফেরায়ও বিধি-নিষেধ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কড়া নিরাপত্তার জন্য পুলিশ ও অন্য বাহিনীর সদস্যদের রাস্তায় নামানো হয়েছে। ওয়ানির নিজ এলাকা ট্রালেও কারফিউ জারি করা হয়েছে।

এদিকে গণমাধ্যমটিতে উল্লিখিত বিচ্ছিন্নতাবাদীদের যৌথ বিবৃতিতে বলা হয়, আগামীকাল রোববার বোরহান ওয়ানির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জনতাকে ট্রালের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

গত বছরের ৮ জুলাই ভারতীয় সেনাদের গুলিতে ওয়ানি নিহত হন। এ ঘটনার পরই সাধারণ মানুষ বিক্ষোভ প্রতিবাদ জানাতে রাজপথে নেমে আসে। শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তীব্র সংঘাত। ঘটনায় কাশ্মির উপত্যকার ১০টি জেলার সবগুলোতে কারফিউ জারি করা হয়।

কারফিউ উপক্ষো করে চলতে থাকে প্রতিবাদ। ৯০ জনের ওপরে প্রাণ হারান সংঘাতে। আহত হয় সাত হাজারেরও বেশি। প্রতিবাদ দমাতে পুলিশ পেলেট গান ব্যবহার করে, এতে অর্ধশতাধিক তরুণ চিরতরে অন্ধ হয়ে যায়।

আরকে/ডব্লিউএন