ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৮ ১৪৩১

প্যারিস চুক্তিতে ট্রাম্পকে ফেরাতে ব্যর্থ বিশ্বনেতারা

প্রকাশিত : ০৯:৫২ এএম, ৯ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ১১:০১ এএম, ১০ জুলাই ২০১৭ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের কার্বন নি:স্মরণ হ্রাস সংক্রান্ত জলবায়ু চুক্তি ‘প্যারিস চুক্তি’তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেরাতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা। চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে বিশ্বের ১৯শজন সরকারপ্রধান একমত হলেও, নিজের অবস্থানেই থেকে গেছেন ট্রাম্প। খবর বিবিসি।

গতকাল জার্মানির হামবুর্গের জি-২০-এর শীর্ষ সম্মেলনে জোটটির বাকি ১৯টি দেশের নেতারা প্যারিস চুক্তির বিষয়ে একমত হন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ্বনেতাদের সঙ্গে দ্বিমত পোষণ করেই সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।

তবে প্যারিসে জলবায়ু সম্মেলনে যেসব চুক্তি হয়েছে, সেটি রক্ষার ব্যাপারে পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন জি-২০ সম্মেলনে অংশ নেয়া বিশ্বের শীর্ষ উনিশজন নেতা।

চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করার বিষয়টিও সম্মেলনের সিদ্ধান্ত হিসেবে স্বীকৃতি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহার আলোচনায় প্রথমে খানিকটা অচলাবস্থা তৈরি করলেও, শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বনেতারা।

তারা সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের থাকা না থাকায় প্যারিস চুক্তির ব্যাপারে অন্য দেশগুলোর প্রতিশ্রুতির কোন রকমফের হবে না। এবং ওই চুক্তিটির বিষয়ে পুনরায় আলোচনারও সুযোগ নেই।

তবে পরে তুরস্ক জানিয়েছে যে, তারা এখন কিছুটা দোটানায় আছে কারণ, উন্নয়নশীল দেশগুলোকে যে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে, তা কতটা কার্যকর হবে, তা নিয়ে তাদের সন্দেহ আছে।

এরপর প্রথা অনুযায়ী শেষদিনের সংবাদ সম্মেলনে অংশ না নিয়েই ওয়াশিংটন চলে যান মি. ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের এই অবস্থানের ফলে অনেকেই এবারের সম্মেলনকে বর্ণনা করছেন যেন জি-নাইনটিন প্লাস ওয়ান হিসাবে।

সূত্র: বিবিসি।