ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি : হারল তামিমের দল

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ১০ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৯:৪০ এএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ছয় বছর পর খেলতে গিয়েও সূচনাটা ভালো করতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবাল।

এসেক্স ঈগলসের জার্সিতে প্রথম ম্যাচেই ব্যাটসম্যান কেন্টের বিপক্ষে ৭ বলে মাত্র ৭ রান করে আউট হয়ে যান তিনি। তার ব্যাটিং ব্যর্থতার ছাপ পড়েছে দলটির ওপর। কেন্টের বিপক্ষে সাত উইকেটে হেরেছে তামিমের দল। 

কেন্টের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি এসেক্সের। দলীয় ২৮ রানের মাথায় অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে ফিরে আসেন তামিম।

মাত্র ৭ রান রানেই সাজ ঘরে ফেরেন এই টাইগার ব্যাটসম্যান। এরপর বরুণ চোপড়া, রবি বোপারা ও রায়ান টেন ডেসকাটের ব্যাটে ১৬৬ রানের ভালো সংগ্রহ পায় এসেক্স। বরুণ ৪৭, বোপারা ৪৫ ও ডেসকাটে ৩৮ রান করেন।

এসেক্সের দেওয়া ১৬৭ রানের লক্ষ্যটাকে সহজ হিসাবে নেন ড্যানিয়েল বেল ড্রুমন্ড। ৫৫ বলে ৯০ রান করে কেন্টকে সহজ জয় এনে দেন তিনি। এছাড়া অধিনায়ক স্যাম নর্থইস্ট ৩৩ ও জো ডেনলি করেন ৩২ রান।

আর/ডব্লিউএন