জুতার দুর্গন্ধ দূর করুন লবণ দিয়ে
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১০ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৫১ পিএম, ১৪ জুলাই ২০১৭ শুক্রবার

লবণের গুণের কথা অনেকেরই অজানা। স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন প্রয়োজন অল্প মাত্রার লবণ। আবার খাবারের স্বাদ বৃদ্ধিতেও লবণ অতি প্রয়োজনীয়। কিন্তু স্বাস্থ্য আর খাবার ছাড়াও লবণকে আরও অনেকভাবে কাজে লাগানো যেতে পারে। জেনে নিন লবণ দিয়ে বর্ষায় জুতার দুর্গন্ধ, পোশাকের দুর্গন্ধ, বাসন পরিষ্কার করার কিছু টিপস্।
জুতার দুর্গন্ধ দূর করতে
অনেকের জুতায় দুর্গন্ধ সৃষ্টি হয়। বর্ষাকালে এই সমস্যায় পড়েন অনেকেই। এ থেকে পরিত্রান পেতে জুতায় লবণ ছড়িয়ে রাখুন কিছুক্ষণ। লবণ জুতার সমস্ত আর্দ্রতা শুষে নেয়। এর মাধ্যমে আপনার জুতার গন্ধও দূর হয়ে যাবে।
পোশাকের দুর্গন্ধ দূর করতে
পোশাকের দুর্গন্ধ দূর করতে লবণের ভূমিকা রয়েছে অনেক। পাতিলেবুর রসের সঙ্গে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিন। এরপর দুর্গন্ধযুক্ত পোশাকে তা লাগিয়ে কিছুক্ষণ সূর্যের আলোয় রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে পোশাকটি ধুয়ে ফেলুন।
বাসন পরিষ্কার
বাসন পরিষ্কার করতেও লবনের জুড়ি নেই। তেলের আস্তরণ পড়ে গিয়েছে এমন পাত্রের গায়ে লবণ লাগিয়ে রাখুন। এবার এতে কিছুটা পানি দিয়ে ২০ মিনিট রেখে দেওয়ার পর ধুয়ে ফেলুন। তেল চিটচিটে ভাব কমে যাবে।
আর/ডব্লিউএন