ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চলচ্চিত্র তারকাদের পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১০ জুলাই ২০১৭ সোমবার

চলচ্চিত্রে বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদান রেখেছেন সেই তারকাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ তুলে দেবেন তিনি। সোমবার বিকেলে এ তথ্য জানান তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুর রহমান।

পুরস্কার পাওয়া গুণী ব্যক্তিদের নাম এরই মধ্য ঘোষণা করা হয়েছে। মে মাসে প্রজ্ঞাপন জারি হলেও বাকি রয়েছে পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা।

মোট ২৫টি বিভাগে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ  ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ দেওয়া হবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে যৌথভাবে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানকে। যৌথভাবে সেরা নায়কের পুরস্কার বিজয়ী শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি)। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান (জিরো ডিগ্রি)। এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পুরস্কার পেয়েছে রিয়াজুল রিজু পরিচালিত সিনেমা ‘বাপজানের বায়োস্কোপ’।

ডব্লিউএন