ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা
প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:৩৪ পিএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার
ভারতের বিপক্ষে বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
জ্যামাইকায় স্যাবিনা পার্কে অনুষ্ঠিত ওই ম্যাচের নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে ম্যাচ ফির ২০ শতাংশ ও অন্য ক্রিকেটারদের ১০ শতাংশ জরিমানা করেন।
ম্যাচ রেফারি ডেভিড বুন এ জরিমানা করেন। রোববার ভারতের বিপক্ষে এভিন লুইসের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ১৯১ রানের লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজ।
অধিনায়ক ব্র্যাথওয়েট দোষ স্বীকার করায় এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
টিকে/