
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কয়েকবার পাকিস্তান গিয়েছেন’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের এমন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন তারেক রহমান।
সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এইচ টি ইমামের দুই ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। দুই সপ্তাহের মধ্যে এ বক্তব্যের প্রমাণ অথবা ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে। এইচ টি ইমামের প্রধানমন্ত্রী কার্যালয় এবং ১, হেয়ার রোড, ঢাকা-১০০০ ঠিকানায় নোটিশটি পাঠানো হয়েছে বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল। গত শনিবার আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে এইচ টি ইমাম ঐ বক্তব্য রাখেন বলে নোটিশে উল্লেখ করা হয়।