ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাংলা ছবির বাজারে চাই অভিন্ন পথ : গৌতম ঘোষ

প্রকাশিত : ০২:২৮ পিএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৫:১৬ পিএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার

বিশ্ব বাজারে বাংলা ছায়াছবির জন্য একটি অভিন্ন পথ তৈরির সুপারিশ করেছেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্রকার গৌতম ঘোষ। তিনি বলেন, যদি একক একটি পথ খোলা যায় তাহলে বিশ্বব্যাপী বাংলাভাষী সিনেমা দর্শকের কাছে পৌঁছানো সহজ হবে। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গৌতম ঘোষ বলেন, বাংলাদেশের অনেক ইয়াং ছেলেমেয়ে ভাল ছবি করছেন এসব ছবিগুলো এদেশে আসা উচিত। আমাদের দেশের ছবিগুলোও সেদেশে যাওয়া উচিত।

বাংলাদেশে যৌথ প্রযোজনার ছবির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ এবং বাংলাদেশের নীতিমালা সংস্কারের পক্ষেই কথা বলেন তিনি। পাশাপাশি যৌথ প্রযোজনার প্রক্রিয়াটি চালু রাখার কথাও জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যৌথ প্রযোজনার শর্ত পূরণ না করেই  কিছু ছবি তৈরি হচ্ছে। এগুলো নিয়েই অনেকের আপত্তি রয়েছে। অপরদিকে পদ্মা নদীর মাঝি, মনের মানুষ কিংবা শঙ্খচিলের মতো ছায়াছবিগুলো যৌথ প্রযোজনার সব নিয়মাবলী মেনেই তৈরি করা হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।

আর/ডব্লিউএন