ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের ডলার চুরির পর বিশ্বের অন্যান্য ব্যাংকগুলোকে সর্তক থাকার পরামর্শ সুইফটের

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৪:১০ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার

Swiftহ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর বিশ্বের অন্যান্য ব্যাংকগুলোকে সর্তক থাকার পরামর্শ দিয়েছে তিন হাজার আর্থিক প্রতিষ্ঠানের সমবায় সংস্থা সুইফট। এ ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলোকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি আরো একবার পরীক্ষা করে দেখার জন্য লিখিত নির্দেশনা দিতে যাচ্ছে সুইফট। এছাড়া সাইবার নিরাপত্তা সংক্রান্ত সুপরিশ মেনে চলার ওপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি প্রসঙ্গে কোনো কথা না বললেও অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত ত্রুটিকেই দায়ী করছে সুইফটা। এদিকে ফায়ারআই ও ওয়ার্ল্ড ইনফরমেটিক্সের তদন্ত রিপোর্ট বলছে, একই হ্যাকাররা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও টার্গেট করেছে। যদিও হ্যাকারদের পরিচয় বা টার্গেট করা প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।