বুড়িগঙ্গার সীমানা নির্ধারন করে স্থায়ী পিলার স্থাপনের দাবী পবার
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৪:২৫ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার
সিএস রেকর্ড অনুযায়ী বুড়িগঙ্গার আদি চ্যানেলের সীমানা নির্ধারন করে স্থায়ী পিলার স্থাপনের দাবী জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা।
একই সাথে আদি চ্যানেল অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ করারও পরামর্শ তাদের। আন্তর্জাতিক পানি দিবসকে সামনে রেখেই এক গোলটেবিল বৈঠকে বক্তারা আরো বলেন, নদীর গতি প্রবাহ ঠিক রাখতে অনতিবিলম্বে খনন কাজ শুরু করা উচিত। এছাড়াও নদী দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। নদীকে বাঁচাতে শুস্ক মৌসুমে উজান থেকে পানি আনা যেতে পারে বলেও মনে করেন তারা।