ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আইএস শীর্ষ কমান্ডার বাগদাদিকে মৃত ঘোষণা

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:১২ পিএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে ঘোষণা করেছেন সিরিয়ার পর্যবেক্ষকেরা। আজ মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেন, ‘ইরাক সীমান্তে সিরিয়ার দিয়ার এজ্জর প্রদেশের কাছে আইএসের শীর্ষ কমান্ডার আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে। আমরা আজ এ খবর পেয়েছি। কিন্তু আমরা নিশ্চিত নই কখন ও কীভাবে তিনি মারা গেছেন।’

আইএস যোদ্ধারা মসুল শহর ও তার চারপাশ থেকে ইরাকের সরকারি বাহিনীকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে ২০১৪ সালের ২৯ জুন সেখানে খিলাফতের পতাকা উড়িয়েছিলেন।

ডব্লিউএন