ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৫:১৬ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। অন্যদিকে, ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫১টি, কমেছে ১০৮টির, আর ৫৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৩০ কোটি ৬৯ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৪৪২ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৭৭টির, আর ৪১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।