আবেদনে সমস্যা সমাধানে হেল্পলাইন চালু করল পিএসসি
প্রকাশিত : ০৩:১০ পিএম, ১২ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ১১:৫৪ এএম, ১৩ জুলাই ২০১৭ বৃহস্পতিবার
৩৮তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনপত্র পূরণ শুরু হয়েছে গত সোমবার থেকে। আবেদনপত্র পূরণে ক্ষেত্রে প্রার্থীদের কারিগরি বিষয়ে সহায়তা বা পরামর্শের জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম. নেছার উদ্দীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হেল্পলাইনের নম্বরগুলো হলো- ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ এবং ০১৫৫৫৫৫৫১৫২।
আবেদনকারীরা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হেল্পলাইনের নম্বরে ফোন করে আবেদন সংক্রান্ত বিষয়ে সহায়তা পাবেন। এ হেল্পলাইন চালু থাকবে আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।