জামাত, জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধীর বিষয়ে খালেদা জিয়ার নিরবতা সংবিধান ও গনতন্ত্রের জন্য হুমকী জনকঃ তথ্যমন্ত্রী
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৭:২৫ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যে জামাত, জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধীর বিষয়ে নিরবতা, সংবিধান ও গনতন্ত্রের জন্য হুমকী জনক বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় র্কাযালয়ে এক আলোচনায় মন্ত্রী এ মন্তব্য করেন। এসময় খালেদা জিয়াকে জামাত-জঙ্গীর পাহারাদার উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো সম্পূর্ন ভাবে জঙ্গীবাদের হাত থেকে মুক্ত হতে পারেনি। দেশকে এই বিপদ থেকে রক্ষা করতে হলে এখনই বিএনপি জামাত ও জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে বলেও জানান তিনি। পরে ২৪শে মার্চ পতাকা মিছিল সফল করার জন্য দলের নেতাকর্মিদের আহ্বান জানান তথ্য মন্ত্রী।