শপিং মলে স্বামী ‘জমা রাখা’র ব্যবস্থা
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৮:৪১ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার
চীনের সাংহাই এর গ্লোবাল হার্বার শপিং মলে ‘স্বামীদের জমা রেখে’ স্ত্রীরা কেনা-কাটা করতে পারবেন। এ শপিং মলে গ্লাস পড বা কাঁচের ঘর তৈরি করা হয়েছে যেখানে স্বামীদের জমা রাখা যাবে। এর ফলে শপিংয়ের সময় স্বামীদের আর স্ত্রীদের পেছন পেছন ঘুরতে হবে না!
`গ্লাস পডে` স্বামীদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। তাদের সময় কাটানোর জন্য রয়েছে গেমিং ব্যবস্থা। তারা বসে নব্বই দশকের পুরোনো গেমগুলো খেলতে পারবেন।
শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সার্ভিস আপাতত ফ্রি থাকলেও পরে তারা ফি চালু করবে।
এই সার্ভিস ব্যবহার করেছেন এমন একজন পুরুষ জানিয়েছেন, তারা ব্যাপারটি পছন্দ করেছেন। তিনি বলেন, শপিং শেষে আমি যেন মাত্র স্কুল থেকে ফিরে এসেছি।
চীনা সোশ্যাল মিডিয়ায় অবশ্য শপিং মলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক কৌতুক চলছে। এই সার্ভিস আরও বিভিন্ন জায়গায় সম্প্রসারণ করা যায় কিনা জানতে চেয়েছেন অনেকে।
একজন মন্তব্য করেছেন, এই সার্ভিস এখন স্বামীদের শপিং এ যেতে যোগাতে উৎসাহ যোগাবে। যদিও শপিং এর খরচ তাদের পকেট থেকেই যাবে। সুত্র: বিবিসি।
আর//এআর