ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

অগ্নি নিরাপত্তায় বরাদ্দ বাড়াতে টিউলিপের আহ্বান

প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৯:১৬ পিএম, ২১ জুলাই ২০১৭ শুক্রবার

বঙ্গবন্ধুর নাতনী ও শেখ রেহেনার মেয়ে ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে আবাসিক ভবনগুলোর অগ্নি নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

টিউলিপ গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের তদন্তের বিষয়ে হাউস অব কমন্সে এক বিতর্কে অংশ নিয়ে দেশটির সরকারের প্রতি এ আহ্বান জানান।

হ্যাম্পস্টেড ও কিলবুর্ন এলাকার এমপি টিউলিপ সিদ্দিক বলেন, আমার সংসদীয় আসনে (হ্যাম্পস্টেড ও কিলবুর্ন এলাকা) ক্যামডেন কাউন্সিল ভবনগুলোর অগ্নি নিরাপত্তার পরীক্ষা চালিয়েছে। ৩ হাজারের বেশি বাসিন্দাকে চালকোট এস্টেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নি নিরাপত্তাকর্মীদের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয় কাউন্সিল নিজেদের তহবিলের অর্থ ব্যয় করে এসব ভবনে মানুষদের ফিরিয়ে আনার চেষ্টা করছে।

পার্লামেন্টে ভাষণের সময় টিউলিপ প্রশ্ন তোলেন, অন্য এমপিরা স্থানীয় কাউন্সিলের এই অতিরিক্ত ব্যয় বহন সম্পর্কে অবগত আছেন কিনা। টিউলিপ মনে করেন, ক্যামডেনের মতো কাউন্সিলগুলোকে সরকারের আর্থিক সহযোগিতা দেওয়া উচিত।

//আর//এআর