জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি
প্রকাশিত : ০২:৪১ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৪:৫২ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার
জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত আরও ৮৩টি গ্রামসহ মোট প্লাবিত হলো ৪০৩তিনটি গ্রাম। এসব গ্রামের দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্ধ হয়ে গেছে ৩৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছে, জেলার সাতটি উপজেলার ছয় হাজার ২২০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে ৩০৭ হেক্টর আমন জমির বীজতলা, এক হাজার ৬৪ হেক্টর জমির সবজি, ৬৪৪ হেক্টর জমির আউস ধান, চার হাজার ১৯০ হেক্টর জমির পাট ও ১৫ হেক্টর জমির অন্যান্য ফসল রয়েছে।
আর/ডব্লিউএন