কাতারের এলএনজি আমদানিতে ১৫ বছরের চুক্তি
প্রকাশিত : ০৭:০১ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৮:২২ পিএম, ১৭ জুলাই ২০১৭ সোমবার
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে কাতারের সঙ্গে ১৫ বছরের চূড়ান্ত চুক্তি করেছে বাংলাদেশ সরকার। গত বৃহস্পতিবার ঢাকায় এ চুক্তি হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল প্ল্যাটস এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চুক্তি সই অনুষ্ঠানে পেট্রোবাংলা ও কাতারের র্যাশগ্যাস কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পেট্রোবাংলার এক উর্ধ্বতন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানায়, চুক্তি অনুযায়ী কাতারের রাষ্ট্রীয় এই কোম্পানি থেকে বছরে ২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিকটন গ্যাস আমদানি করবে বাংলাদেশ।
সংবাদ মাধ্যমটি জানায়, গ্যাসের দরদাম নিয়ে গত সপ্তাহে কয়েকবার বৈঠকে বসার চেষ্টা করে কাতারের প্রতিনিধিরা। কিন্তু দুই পক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। অবশেষে গত বুধবার ঢাকায় আসে কাতারের প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুই পক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছে।
পেট্রোবাংলার ওই কর্মকর্তা জানান, চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। দাম কত হবে; কতটুকু নেওয়া হবে, মেয়াদ সবই নির্ধারণ করা হয়েছে।
আরকে/ডব্লিউএন