অভ্যুত্থানকারীদের গুয়ানতানামো পোশাক পরানো উচিত
প্রকাশিত : ১২:২০ পিএম, ১৬ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ১০:০৭ পিএম, ১৬ জুলাই ২০১৭ রবিবার
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানকারী সেনাদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে সমর্থন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তাদের গুয়ানতানামো কারাগারের বন্দিদের মতো পোশাক পরানো উচিত।
ব্যর্থ সেনা অভ্যুত্থানের বার্ষিকীতে স্থানীয় সময় শনিবার রাতে বসফরাস প্রণালির সংযোগ সেতুসংলগ্ন এলাকায় দেওয়া হাজার হাজার সমর্থকের সামনে তিনি এ মন্তব্য করেন।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সেদিন রাতে (গত বছর) মানুষের হাতে বন্দুক ছিল না। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল তাদের বিশ্বাস। এ সময় তিনি অভ্যুত্থানকারীদের ঠেকিয়ে দেওয়া জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, এই অভ্যুত্থানকারীদের বিষয়ে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি (বিনালি) বলেছিলেন, আদালতে তোলার সময় তাদের যেন গুয়ানতানামোর বন্দিদের মতো পোশাক পরানো হয়।
গত বছরের ১৫ জুলাই তুরস্কে সেনাদের একাংশের অভ্যুত্থানচেষ্টায় ২৫০ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো দুই হাজার ১৯৬ জন। এই অভ্যুত্থানে সমর্থন দেওয়ার অভিযোগে দেড় লক্ষাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করে তুরস্ক সরকার।
অভ্যুত্থানচেষ্টায় সমর্থন দেওয়ার অভিযোগে ৫০ হাজার জনকে গ্রেপ্তার করা হয়। ১৫ জুলাইকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন এরদোয়ান।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, ১৫ জুলাই আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এক বছর আগের এই রাতটি ছিল ভয়াবহ, বিভীষিকাময়। তিনি বলেন, এ রাত ছিল দীর্ঘ, একটি ঝলমলে রোদ্রৌজ্জ্বল দিনে প্রবেশের আগমুহূর্ত।
সূত্র: বিবিসি।
আর/ডব্লিউএন