ভারতে নারদ নিউজের স্টিং অপারেশনের জালে ধরা পড়লেন তৃণমূলের ২ নেতা
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:৩৯ পিএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার
ভারতে নারদ নিউজের স্টিং অপারেশনের জালে ধরা পড়লেন তৃণমূলের আরো দুই নেতা। এনিয়ে ফের উত্তাপ ছড়িয়েছে রাজনীতির অঙ্গনে।
নারদ নিউজের নিজস্ব ওয়েব পোর্টালে আরো দুটি নতুন ভিডিও ফুটেজে দেখা গেছে, তৃণমূলের আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে ঘুষ নিতে। দলের আরেক নেতা শঙ্কুদেব পণ্ডা সরাসরি টাকা না-নিলেও, কোনও একটি সংস্থার অংশীদারিত্ব চেয়ে তাকে দরকষাকষি করতে দেখা গিয়েছে। এদিকে, এই ফুটেজ প্রকাশিত হওয়ার পরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অপরূপা। ঘুষ হিসেবে অর্থ নেয়া প্রমাণ করতে পারলে, ৭ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে, নারদ নিউজের প্রধান ম্যাথু স্যামুয়েল জানিয়েছেন, আপাতত আর ফুটেজ আপলোড করা হবে না।