ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ২০ ১৪৩১

ভারতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রকাশিত : ১০:২৭ এএম, ১৭ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ১১:৪৪ এএম, ১৭ জুলাই ২০১৭ সোমবার

ভারতেরে এই রাষ্ট্রপতি ভবনে কে উঠবেন সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে

ভারতেরে এই রাষ্ট্রপতি ভবনে কে উঠবেন সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে

আজ সোমবার বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের দেশ-ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। রাজধানী দিল্লির সংসদ ভবন দেশের রাজ্য বিধানসভাগুলোতে লোকসভা, রাজ্যসভা বিধানসভার সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করবেন ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি।

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ৫ বছর মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। আজকের নির্বাচনের ভোট গণনা শেষ হবে ২০ জুলাই। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।

এবারের নির্বাচনে লড়াই হচ্ছে দ্বিমুখী। নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দ, যিনি বিহারের রাজ্যপাল ছিলেন। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার।

এনডিএ এবং ইউপিএর এই মুহূর্তে যা ভাগাভাগি, তাতে বিজেপির  প্রার্থী রামনাথ কোবিন্দ সহজেই জয়ী হবেন বলে রাজনৈতিক পর‌্যবেক্ষকরা মনে করছেন। দুই জোটের বাইরে থাকা দলগুলোর মধ্যে বিজু জনতা দল, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, ওয়াইএসআর কংগ্রেস, এআইএডিএমকের দুই শিবির এবং উত্তর-পূর্বাঞ্চলের ছোট ছোট আঞ্চলিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমর্থন বিজেপি আদায় করে নিয়েছে।

ইউপিএ শিবিরে থাকলেও জনতা দল সমর্থন করছে রামনাথ কোবিন্দকে। মীরার পরাজয় যে অনেকটা নিশ্চিত, তা তিনি মেনেই নিয়েছেন। তা সত্ত্বেও তিনি বলেছেন, ‘এটা দুই নীতির লড়াই। তাই নির্বাচন থেকে সরার প্রশ্ন নেই।’

প্রণব মুখার্জিকে দ্বিতীয় দফার রাষ্ট্রপতি করার কয়েকটি বিরোধী দলের প্রস্তাব বিজেপি মানেনি। কারণ স্বাধীনতার পর এই প্রথম বিজেপি তাদের নীতি ও আদর্শে বিশ্বাসী কাউকে রাষ্ট্রপতি করার সুযোগ পেয়েছে। সেই সুযোগ হারাতে তারা রাজি হয়নি।

কিভাবে নির্বাচন

সাধারণ নির্বাচনের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের তফাত রয়েছে। সাধারণ নির্বাচনে একটি ভোটের মূল্য এক। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতাদের ভোটের মূল্য এক জটিল পদ্ধতিতে নির্ধারিত হয়। লোকসভা ও রাজ্যসভার সদস্য যাঁরা, তাঁদের একেকজনের ভোটের মূল্য ৭০৮, রাজ্য বিধানসভার সদস্যদের ভোটের মূল্য নির্ধারিত হয় সেই রাজ্যের বিধানসভার মোট আসন ও জনসংখ্যার নিরিখে। সবচেয়ে বেশি ভোট মূল্য উত্তর প্রদেশের বিধায়কদের, ২০৮। সবচেয়ে কম সিকিম ও অরুণাচল প্রদেশের বিধায়কদের, ৮।

এবারের ভোটে সাংসদেরা ভোট দেবেন সবুজ ব্যালটে। বিধায়কদের গোলাপি ব্যালটে। রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যরা এই ভোটে অংশ নিতে পারেন না। এবারের ভোটে অংশ নেবেন লোকসভার ৫৪৩ ও রাজ্যসভার ২৩৩ জন সদস্য এবং দেশের মোট ২৯টি রাজ্য এবং দিল্লি ও পদুচেরি দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪ হাজার ১২০ জন বিধায়ক।

সব ভোটদাতার ভোট ধরলে এবারের নির্বাচনে মোট ভোট মূল্য ১০ লাখ ৯৮ হাজার ৯০৩। এর মধ্যে সাংসদদের ভোট মূল্য ৫ লাখ ৪৯ হাজার ৪০৮, বিধায়কদের ৫ লাখ ৪৯ হাজার ৪৯৫।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির সবচেয়ে বড় সুবিধা ছিল তাঁর দীর্ঘ অবিতর্কিত রাজনৈতিক জীবন, প্রশাসনিক অভিজ্ঞতা, মেধা, ক্ষুরধার রাজনৈতিক বুদ্ধি, দেশপ্রেম, মর্যাদাবোধ, সাংবিধানিক জ্ঞান ও ভারতীয় বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীলতা। এতটাই স্মৃতিধর তিনি যে সব সময় সরকারকে অতীতের উদাহরণ দিয়ে সজাগ করে দিয়েছেন। এই সবকিছুই তাঁকে সব দলের কাছে পেতে দিয়েছিল এক অনন্য আসন।

//এআর