ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

দেশে গণতন্ত্র অনুপস্থিত; মন্তব্য মাহবুবুর রহমান

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০৯ পিএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার

LG Mahbubদেশে গণতন্ত্র অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান। দুপুরে জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা ফোরাম আয়েজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মাহবুবুর রহমান বলেন, ৭১’এ স্বাধীনতার চেতনা নিয়ে বাঙালী জাতি রণাঙ্গণে যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছে তা প্রতিফলন এখনো ঘটেনি। দেশের সর্বস্তরের মানুষ এখন ভয়ানক সংকট ও নিরাপত্তাহীনতায় ভুগছে মন্তব্য করে সাবেক এ সেনাপ্রধান বলেন, ১৬ কোটি মানুষ আজ অবরুদ্ধ, তারা গণতন্ত্রের স্বাদ হারিয়ে ফেলেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জিয়ার চেতনা মনের মধ্যে থাকলে ভয়ের কিছু নেই। এই দলকে কেউ ভাঙতে পারবে না। এই দল ভেসে আসা দল নয়। কারণ জিয়া অমর, অক্ষয়।