ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

লেনদেন ও সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:২৮ পিএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার

লেনদেন ও সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯০টি, কমেছে ১৭৫টির, আর ৪৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩২৩ কোটি ৪৮ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৩১ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৪১০ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪২টির, আর ২৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ১০৩ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।