ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার

সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) আগের অর্থবছরের একই সময়ের চেয়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে ২২ দশমিক ২২ শতাংশ। এ সময়ে নিস্পত্তির পরিমাণ বেড়েছে ৪৪ দশমিক ২১ শতাংশ

২০১৫-১৬ অর্থবছরে (১২ মাস, জুলাই-জুন) এলসি খোলার পরিমাণ বেড়েছিল মাত্র ১ দশমিক ৬৪ শতাংশ। নিষ্পত্তির পরিমাণ বেড়েছিল ১৩ শতাংশেল মতো। বাংলাদেশ ব্যাংক সুত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬-১৭ অর্থবছরের ১১ মাসে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির জন্য প্রায় ৫ বিলিয়ন ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। আর একই সময়ে এলসি নিষ্পত্তি হয়েছে সাড়ে ৪ বিলিয়ন ডলারের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ১১ মাসে মোট ৪৮১ কোটি (৪.৮ বিলিয়ন) ডলারের এলসি খোলা হয়, যার মধ্যে নিষ্পত্তির পরিমাণ ৪৫০ কোটি ডলার। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মে সময়ে এলসি খোলার পরিমাণ ছিল ৩৯৩ কোটি ৫০ লাখ ডলার আর নিস্পত্তি হয়েছিল ৩১২ কোটি ডলার।

 

//আর//এআর