অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি ডলার দেবে এডিবি
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৯ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ০৬:১৩ পিএম, ১৯ জুলাই ২০১৭ বুধবার
বাংলাদেশকে ৫২ কোটি ৬০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একাধিক কিস্তির এই আর্থিক সহায়তা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রকল্পসহ অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর মধ্যে বাজারভিত্তিক সুদহারে ৫০ কোটি ডলার মাঝারি ও বড় আকারের পিপিপি অবকাঠামো প্রকল্পে দেয়া হবে। সহজ শর্তের সুদে ২ কোটি ৬০ লাখ ডলার প্রধানত গ্রামাঞ্চলে ছোট ও মাঝারি আকারের নবায়নযোগ্য জ্বালানি খাতে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন সুবিধার (পিপিআইডিএফ ৩) আওতায় এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া পিপিপি প্রকল্পের উন্নয়ন ও অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সক্ষমতা বাড়াতে ৭ লাখ ৫০ হাজার ডলারের কারিগরি সহায়তাও অনুমোদন করেছে এডিবি।
আর/ডব্লিউএন