রংপুর সিটি নির্বাচনে পরীক্ষামূলক ডিভিএম ব্যবহার
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৯ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ১১:০২ এএম, ২১ জুলাই ২০১৭ শুক্রবার
আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহার হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ।
বুধবার রাজধানীর নির্বাচন ভবনে রসিক নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেন ইসি সচিব।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনা. (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এ নির্বাচনে কয়েকটি ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহারের চিন্তা-ভাবনাও আছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাসের শেষার্ধে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ন্যূনতম ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হয়, এ ক্ষেত্রেও তাই করা হবে।
উল্লেখ্য, ডিভিএম যা আগে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) নামে পরিচিত ছিল। রংপুর সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড রয়েছে। সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ১১টি। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৮২টি এবং সম্ভাব্য ভোটকক্ষ থাকছে এক হাজার ২০০টি। এ সিটিতে সর্বশেষ ভোট হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর।
আর/ডব্লিউএন