ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

‘শ্রমিক আবাসন ঋণ’ প্রদানের সুপারিশ রিহ্যাবের

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১৯ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ০৮:১০ পিএম, ১৯ জুলাই ২০১৭ বুধবার

সবার জন্য আবাসন নিশ্চিতে ‘শ্রমিক আবাসন ঋণ’ প্রদানের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের কাছে সুপারিশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব)।

একইসঙ্গে প্রস্তাবিত ‘কৃষক আবাসন ঋণ’ দ্রুত চালুর পাশাপাশি কাগজপত্র জমা দেয়ার পর দুই সপ্তাহের মধ্যে গৃহঋণ মঞ্জুর করারও দাবি জানিয়েছে রিহ্যাব।

মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক আলোচনায় সরকারি গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচএফসি) কাছে এ দাবি জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন।

এসময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি, বিএইচএফসি-এর ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন গৃহঋণের সুদের হার বর্তমান রেটের চেয়ে আরও কমানোর কমানোর দাবি জানান। পাশাপাশি তিনি আবাসন খাতে ঋণের সুবিধা জনগণের জন্য আরও সহজ করতে প্রতি জেলায় শাখা খোলার দাবি জানান।

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী রিহ্যাব এর দাবির প্রতি সমর্থন জানান এবং দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

দেবাশীষ চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ২০২১-এর আগে সবার জন্য আবাসন নিশ্চিতে গৃহঋণ প্রদান কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন। গৃহঋণ প্রদানে রিহ্যাবের সঙ্গে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি।

এসময় রিহ্যাব নেতারা গৃহায়ন খাতে ঋণ প্রদানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

আর/ডব্লিউএন