ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘৩২ নম্বরের বাড়ি ও সুধা সদন: যে ইতিহাস সবার জানা দরকার’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৪৫ পিএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার

এম. নজরুল ইসলামের লেখা ‘৩২ নম্বরের বাড়ি ও সুধা সদন: যে ইতিহাস সবার জানা দরকার’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাঙ্গালী জাতির মুক্তি সংগ্রামে ৩২ নম্বরের বাড়িটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বইয়ে-৩২ নম্বরের বাড়িটি তৈরি থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দিক তুলে ধরেছেন লেখক।