ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বেরবির সাবেক উপাচার্যের জামিন নামঞ্জুর

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৭ এএম, ২২ জুলাই ২০১৭ শনিবার

দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাজাহান আলী মণ্ডলের জামিন নামঞ্জুর করেছেন রংপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জেলা জজ আদালতের বিচারক হুমায়ুন কবীর এ আদেশ দেন। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার বিবরণে জানা গেছে, মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন না নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৪৯ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেন তৎকালীন উপাচার্য ড. আব্দুল জলিল মিয়া। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিল থেকে অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন দিয়ে সরকারের ৯৮ লাখ টাকা ক্ষতি করেছেন তিনি। প্রাথমিক তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের উপ-পরিচালক আব্দুল করিম বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল জলিল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ জানুয়ারি মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন-সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহাজাহান আলী মণ্ডল, উপ-পরিচালক প্লানিং গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মোরশেদ আলম রনি ও সহকারী পরিচালক খন্দকার আশরাফুল আলম।

আর/ডব্লিউএন