নৌযান শ্রমিকরা ধর্মঘট ডাকায় এফবিসিসিআই`র উদ্বেগ
প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৪ পিএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার
বাংলাদশে নৌযান শ্রমিক ফেডারেশন ২৪ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘট আহবান করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহস্পতিবার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা এই ধর্মঘটের ফলে দেশের নৌ পরিবহন ব্যবস্থা এবং পণ্য পরিবহন ও সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে এফবিসিসিআই আশংকা প্রকাশ করছে।
সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ জটের ফলে জাহাজগুলিকে দীর্ঘ সময় বন্দরে অবস্থান করতে হচ্ছে। এর ফলে জাহাজ জেটিতে ভিড়তে অস্বাভাবিক বেশি সময় লাগছে এবং কন্টেইনার ভাড়া বৃদ্ধি পাচ্ছে; পণ্য খালাসও দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ফলশ্রুতিতে পণ্যের দাম বেড়ে যাওয়াসহ ব্যবসা পরিচালনাও কষ্টকর হয়ে পড়ছে।
তাই শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানাচ্ছে। ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানাচ্ছে।
আরকে/ডব্লিউএন