ঘরে বসেই চিকুনগুনিয়ার চিকিৎসা
প্রকাশিত : ১২:৫১ পিএম, ২১ জুলাই ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ২৬ জুলাই ২০১৭ বুধবার
বিনামূল্যে চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে ঢাকা সিটি কর্পোরেশন। চিকুনগুনিয়ায় আক্রান্তরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই রোগীর বাসায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পৌছে দেয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে শুক্রবার থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন এবং কর্পোরেশনের নিজস্ব হাসপাতাল ও একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা পাওয়া যাবে।
ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সিটি কর্পোরেশন সুত্রে জানা গেছে।
সুত্র জানায়, দ্রুত সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে বাড়ি বাড়ি চিকিৎসা সেবা পৌঁছানোর কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রতিটি ওয়ার্ডে স্পেশাল লার্ভি সাইডিং ও ফগিং কার্যক্রম, জনসচেতনমূলক র্যালি, মসজিদে বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়, লিফলেট বিতরণ, পত্রিকায় বিজ্ঞাপন, টিভি চ্যানেলে টিভিসি সম্প্রচার ইত্যাদি।
//আর