ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ২০ ১৪৩১

সৌদি নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদ-বদল

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২১ জুলাই ২০১৭ শুক্রবার

নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদ-বদল এনেছেন সৌদি বাদশাহ সালমান। রাজকীয় নিরাপত্তা দেখ-ভাল করার কাজে নিয়োজিত বাহিনীর প্রধানকেও সরিয়ে দেয়ার পাশাপাশি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন।

গত ২‌১ জুন ভাইপো মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ছেলে মোহাম্মদকে যুবরাজ হিসেবে নিয়োগ করেন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এবার দেশটির নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন তিনি।

বাদশা নতুন করে গঠন করেছেন একটি নিরাপত্তা এজেন্সি বা `সিকিউরিটি কাউন্সিল`। এই এজেন্সিতে কাজ করবে কাউন্টার টেররিজম এন্ড ডোমেস্টিক ইন্টেলিজেন্স বা সন্ত্রাস বিরোধী ইউনিট এবং সৌদির অভ্যন্তরীণ গোয়েন্দা-বাহিনী।

রাজ-নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর প্রধানকে-ও সরিয়ে দিয়ে নিয়োগ দেয়া হয়েছে নতুন আরেকজনকে।

বাদশাহ সালমানের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সিংহাসনের উত্তরাধিকারীর দায়িত্ব পান বাদশার নিজের পুত্র সালমান। আকস্মিকভাবে যুবরাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন সালমান পুত্র, তার টিমেও এসেছে পরিবর্তন।

সৌদি নিরাপত্তাখাতে যে ব্যাপক রদবদল এসেছে, তা জানা যায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র প্রতিবেদনে। সূত্র: বিবিসি বাংলা।

আর/ডব্লিউএন