ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে এগিয়ে আছে আওয়ামী লীগ
প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৩ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ১০:৩৩ এএম, ২৩ মার্চ ২০১৬ বুধবার
প্রথম ধাপে দেশের ৩৪টি জেলার ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে এগিয়ে আছে আওয়ামী লীগ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪২টি ইউনিয়নে জয়ী হয়েছে ক্ষমতাসীন দলটি সমর্থিত প্রার্থীরা। আর বিএনপি সমর্থিতরা পেয়েছে ৪১টি ইউপিতে জয়। এছাড়া ১০৫টি ইউপিতে জয়ী হয়েছে বিদ্রোহী, স্বতন্ত্রসহ অন্যন্য প্রার্থী। এই ধাপে ৫৪টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। নির্বাচন চলাকালে প্রায় অর্ধশত প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণাও দেন। দেশে প্রথমবারের মতো এবারই স্থানীয় সরকারের এই নির্বাচনে দলীয় প্রতীকে হয়েছে ভোট গ্রহণ। আজ টাঙ্গাইলের নাগরপুরের ১১টি ইউনিয়নে ভোট হচ্ছে।