ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ২০ ১৪৩১

চাঁদের মাটি বহন করে আনা ব্যাগ নিলামে বিক্রি

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২২ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৪:৩৩ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণের পর যে ব্যাগে করে প্রথম সেখানকার পাথর এবং ধূলাবালি সংগ্রহ করে পৃথিবীতে এনেছিলেন সেটি নিলামে বিক্রি হয়েছে।

নিউ ইয়র্কে এক নিলামে অজ্ঞাত পরিচয় এ ব্যক্তি ১৮ লাখ ডলারে কিনেছেন ব্যাগটি।

১৯৬৯ সালে অ্যাপোলো ইলেভেন মিশনে অংশ নেয়ার সময় নীল আর্মস্ট্রং এটি ব্যবহার করেন। ব্যাগটিতে এখনো চাঁদের ধূলা এবং কিছু ছোট পাথর আছে।

ব্যাগটি মালিকানা এবং নিলামে তোলা নিয়ে দীর্ঘদিন ধরে আইনী লড়াই চলেছে। অ্যাপোলো ইলেভেনের স্মারক এই ব্যাগটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।

উল্লেখ্য, অ্যাপোলো ইলেভেন যখন পৃথিবীতে ফিরে আসে তখন এটি সংরক্ষণের জন্য স্মিথসোনিয়ান মিউজিয়ামে পাঠানো হয়। কিন্তু ভুলক্রমে এই ব্যাগটি থেকে যায় জনসন স্পেস সেন্টারের একটি বক্সে। ২০১৫ সালে সরকারী নিলামের সময় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে এটি ৯৯৫ ডলারে কিনে নেন এক আইনজীবী।

নাসা অবশ্য পরে এই ব্যাগটি ফিরে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এ বছরের শুরুতে ফেডারেল বিচারক রায় দেন যে ব্যাগটি যার কাছে রয়েছে, তিনিই এটির মালিক। এরপর এই ব্যক্তি এটি নিলামে তোলেন বিক্রির জন্য।

সূত্র: বিবিসি।

আর/ডব্লিউএন