মুক্তামনিকে দেখতে ঢামেকে মুশফিক
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২২ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ১০:৪০ এএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ‘কনজিনেটাল ডিজিস’ রোগে আক্রান্ত মুক্তামনিকে দেখতে আসেন বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার দুপুর দেড়টার দিকে তিনি ঢাকা মেডিকেলে আসেন।
মুক্তামনির খবর পেলেন কিভাবে এমন প্রশ্নের উত্তরে তিনি গণমাধ্যমকে বলেন, অনলাইনের মাধ্যমে মুক্তামনির খবর শুনে আমার খুব কষ্ট হয়েছে। এতটুকু একটা মেয়েকে তার দেহের চেয়ে ভারী বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। হাসপাতালে আসার আগে মুক্তামনি এবং মুক্তামনির বাবার (ইব্রাহীম হোসেন) সঙ্গে ফোনে কথা বলেছি।
মুক্তামনির কেবিনে ঢুকে তার মাথায় হাত বুলিয়ে মুশফিক বলেন, তুমি চিন্তা করবে না পুরো দেশ তোমার সঙ্গে আছে। তুমি সুস্থ হয়ে যাবে। এসময় মুক্তামনি নিজের জন্য দোয়া কামনা করে।
প্রসঙ্গত, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)।
আর/ডব্লিউএন