মাটি খুঁড়ে মিলল হীরা
প্রকাশিত : ১১:১০ এএম, ২৩ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ১২:৫১ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার
চাষাবাদ করে ভাগ্য না ফেরায় ছোট্ট একটি খনি ইজারা নেন সুরেশ যাদব (৪০)। এরপর খনিতে দিন-রাত হীরার সন্ধান চালিয়ে যান সুরেশ। এবার আট বর্গমিটারের ওই খনি থেকে বেরিয়ে এলো হীরার টুকরো। সেটি ৫ দশমিক ৮২ ক্যারটের। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বুন্দেলখন্ড এলাকায় ঘটেছে এ ঘটনা।
এর আগে ২০১৫ সালে সুরেশের মতোই একটি হীরা খুঁজে পান বুন্দেলখন্ডের বাসিন্দা অনন্ত সিং যাদব। ওই হীরার ওজন ছিল ১২ দশমিক ৯৩ ক্যারট। যেটি বিক্রি করে ক্যারটপ্রতি দুই লাখ রুপি পান তিনি।
সুরেশ গণমাধ্যমকে বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণেই ফসল ফলানো কঠিন হয়ে পড়ে। গত বছর আমার জমির দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় একটি খনির ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিই। অবশেষে খনি থেকেই আসে হীরার টুকরো। হীরাটির বাজারমূল্য প্রায় ১৫ লাখ রুপি।
জেলা খনি কর্মকর্তা সন্তোষ বলেন, সুরেশের পাওয়া হীরা ভালো মানের। সরকারি নিয়ম অনুযায়ী সেটি নিলামে তোলা হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
আর//এআর