জনতা ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা ৪ আগস্ট
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২৩ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ০৩:৫১ পিএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার
রাষ্ট্রায়াত্ত জনতা ব্যাংকের সহকারী নির্বাহী কর্মকর্তা-পল্লী ঋণ (অ্যাসিসটেন্ট একজিকিউটিভ অফিসার) পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।
সহকারী নির্বাহী কর্মকর্তা-পল্লী ঋণ (অ্যাসিসটেন্ট একজিকিউটিভ অফিসার) পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এবং ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য-সচিব মো. মোশাররফ হোসেন খান স্বাক্ষিরিত এক বিজ্ঞপ্তির মাধম্যে এসব তথ্য জানানো হয়।
আগামী ৪ আগস্ট সকাল ৯টা থকে ১০টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এই পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রার্থীরা erecruitment.bb.org.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
মো. মোশাররফ হোসেন খান আরও জানান, পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘন্টা পূর্বে প্রার্থীদের প্রবেশপত্রসহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সাথে আনা যাবে না।
পরীক্ষার নোটিশ: