ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

প্রথম হজ ফ্লাইট জেদ্দার পথে

প্রকাশিত : ১০:২৩ এএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ১০:২৬ পিএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চার শতাধিক হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট যাত্রা শুরু করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান।

এদিন আরও তিনটি ফ্লাইটে হজযাত্রীরা সৌদির উদ্দেশ্যে রওনা হবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়বে বিমানের ফ্লাইট বিজি-৩০১১। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বিজি ৫০১১ ফ্লাইটে জেদ্দা যাবেন আরও ৪১৯ জন। এছাড়া নিয়মিত ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে।

হজযাত্রীদের বিমানের টিকিটে আবগারি শুল্ক এবং সৌদি আরবে বিমানবন্দরে বর্ধিত টার্মিনাল ভাড়া বাবদ মাথাপিছু বাড়তি তিন হাজার টাকা পরিশোধ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর হয়েছে। হজযাত্রীদের কোনো বাড়তি টাকা পরিশোধ করতে হবে না।

এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে।

//এআর