ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সড়কে চলতে নৌকা কিনলেন কর কর্মকর্তারা

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ১২:৫৯ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

বর্ষা মৌসুমে বৃষ্টি হলে বা জোয়ারের পানি আসলে ভোগান্তিতে পড়তে হয়। বর্ষাতে এতদিন ভাড়ায় চালিত নৌকায় অফিসে আসা-যাওয়া করেছেন কর চট্টগ্রাম অঞ্চল-৪ এর কর্মকর্তারা। এবার ভাড়া না নিজেরাই নৌকা কিনেছেন।

নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১নং সড়কে ভাড়া ভবনে চট্টগ্রাম কর অঞ্চল-৪’র প্রধান কার্যালয়। নিয়মিত জোয়ার বা বৃষ্টির পানিতে ওই এলাকা কোমর থেকে বুক সমান পানিতে ডুবে থাকে। জোয়ারের সময় গাড়ি চলাচল করতে না পারায় অফিসে আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় কর্মকর্তা-কর্মচারীদের।

এসময় নৌকা কিংবা রিকশাই শেষ ভরসা। কিন্তু জোয়ার দেখলে রিকশা ভাড়া ২০ টাকা থেকে হয়ে যায় ১২০ টাকা। এ অবস্থায় বাধ্য হয়ে নৌকা কিনেছেন কর অঞ্চল-৪’।

একজন কর্মকর্তা জানান, বৃষ্টি না হলেও জোয়ারে ওই এলাকা নিয়মিত প্লাবিত হয়। এ কারণে নৌকা ছাড়া বিকল্প কোনো বাহন না থাকায় আমরা নৌকা কিনেছি। দেশের দ্বিতীয় বৃহত্তম মহানগরীতে সরকারি কর্মকর্তাদের অফিসে যাতায়াতের জন্য নৌকা কেনার ঘটনা এটাই প্রথম।

আর/ডব্লিউএন