ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নওগাঁয় শিক্ষকদের আইএটি অ্যাপস্ প্রশিক্ষণ

প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৬ জুলাই ২০১৭ বুধবার

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দু’দিনব্যাপী ইনস্ট্রাকশনাল এডজাষ্টমেন্ট টুলস ( আইএটি) অ্যাপস্ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ইউএসএআইডির অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশের আয়োজনে রিড প্রকল্পের উদ্যোগে স্থানীয় এনজিও মৌসুমির প্রশিক্ষণ কক্ষে দুটি ব্যাচে যথাক্রমে ২৪-২৫ ও ২৬-২৭  জুলাই  এ প্রশিক্ষণ দেয়া হয়।

এটি এমন একটি বিশেষায়িত প্রশ্নপত্র যেখানে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির সংশ্লিষ্ট বাংলা শিক্ষক এই প্রশ্নপত্র ব্যবহার করে শিক্ষার্থীদের পঠন দক্ষতার অগ্রগতি যাচাই করেন। প্রশিক্ষণে ৬ উপজেলার উপজেলা শিক্ষা অফিস থেকে নির্বাচিত ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা এবং আরডিআরএস বাংলাদেশ-রিড প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আমিরুল ইসলাম।  সেভ দ্য চিলড্রেনের রিড প্রকল্পের সিনিয়র ম্যানেজার রওনক চন্দ্র মোহন্ত, ম্যানেজার অপারেশন শফিকুল ইসলামসহ আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। 

//এআর