ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ পাবে ৩০৮ জন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ২৬ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৪২ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

নতুন জনবল নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর। ৩০ ধরনের পদে মোট ৩০৮ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে এগারো ধরনের পদে শুধু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা এবং বাকী পদগুলোতে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদসমূহ:

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (৭টি), কম্পিউটার অপারেটর (১টি, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (৭টি), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (২০টি), নার্স (৫টি), ডাটা এন্ট্রি অপারেটর (৮টি), প্রশিক্ষক (গার্মেন্টস, এমব্রয়ডারী, টেইলারিং, উড নিটিং, জুট ওয়ার্কস, বাটিকস প্রিন্টিং, বিউটিফিকেশন, ক্রিস্টাল ওয়ার্কস) (২টি), প্রশিক্ষক (উড ওয়ার্কস অ্যান্ড উড কার্ভিং) (২টি), প্রশিক্ষক (এনিম্যাল হাসবেন্ড্রি পোলট্রি) (১টি), প্রশিক্ষক (মবিলিটি ও শারীরিক) (২টি) কেয়ারটেকার (২টি), কারিগরি শিক্ষক (২টি), শিক্ষক (২টি), হিয়ারিং এইড টেকনিশিয়ান (১টি), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১০টি), শিক্ষক (৬টি), সহকারী শিক্ষক (১টি), ধর্মীয় শিক্ষক (১টি), সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউার অপারেটর (১টি), গাড়ীচালক (২টি), ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার (১টি), কারিগরি প্রশিক্ষক (উপজেলা) (১৭৮টি),

- কম্পিউটার : ৩৬টি

- মোবাইল ও ডিভিডি : ১৪টি

- সেলাই ও উলবুনন : ৩৫টি

- বাঁশ ও বেত : ৯টি

- বৈদ্যুতিক হাউজ ওয়ারিং : ১৪টি

- ওয়েল্ডিং : ৯টি

- নার্সারি : ৯টি

- মৎস্য, পোলট্রি : ১৮টি

- মৌমাছি চাষ : ৯টি

- বাটিক-বুটিক : ১৮টি

- আচার তৈরি : ৭টি

এ্যাটেন্ডেন্ট (৪টি), বই বাঁধাইকারী (১টি), বার্তাবাহক (১০টি), বাবুর্চি (৭টি), সহকারী বাবুর্চি (১টি), মালি (১টি), নিরাপত্তা প্রহরী (১৮টি), পরিচ্ছন্নতা কর্মী (২টি)।

 

আবেদনের বয়স:

আবেদনকারীদের বয়স ১ আগস্ট-২০১৭-এর মধ্যে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ আগস্ট ২০১৭-এর মধ্যে  (http://dss.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন: