ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

মিরপুরে চার ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার চার ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

বেলা একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ নম্বর এলাকার রাস্তার পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি এবং এর সংলগ্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

//আর//এআর