সৌদি আরব নেবে তিন হাজার শ্রমিক
প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার
সৌদি আরবের দাম্মামে বুধবার মতবিনিময়ে বক্তৃতা করেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ
বাংলাদেশ থেকে চলতি বছরেই তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব। সৌদি আরবের দাম্মামের এক হোটেলে বুধবার বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান দেশটির জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিক্রুটমেন্টের প্রধান নির্বাহী (সিইও) ফাহাদ আল সুলাইম।
বৃহস্পতিবার বাংলাদেশ মিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মসীহ বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়ার জন্য সৌদি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশি কর্মীদের সততা, কর্মনিষ্ঠা ও দক্ষতার কথা তুলে ধরেন তিনি।
সভায় রাষ্ট্রদূত মসীহ বাংলাদেশ থেকে সাধারণ শ্রমিকের পাশাপাশি চিকিৎসক ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মী নিতে সৌদি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শ্রম বাজার সৌদি আরব। সরকারি হিসাবে গত বছর পর্যন্ত প্রায় ১৩ লাখ বাংলাদেশি দেশটিতে বিভিন্ন পেশায় নিয়োজিত।
//এআর