ধরা পড়ল ৪৫ কেজির বাঘাইড়
প্রকাশিত : ১০:১৮ এএম, ২৮ জুলাই ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:৫২ এএম, ২৮ জুলাই ২০১৭ শুক্রবার
মহানন্দা নদীতে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ১২’শ টাকা কেজি দরে বিক্রি হয়।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার কাশিমগঞ্জের তিন পাথর শ্রমিক জাল ফেলে মাছটি ধরেন। মাছটি দেখার জন্য কয়েকশ’ এলাকাবাসী ওই গ্রামে ভিড় করে।
জানা গেছে, গ্রামের মো. সাবুল, খেতাব আলী ও আবদুল মতিন পেশায় পাথর শ্রমিক। নদীতে পানি বেড়ে গেলে অথবা পানি কমে গেলে তাঁরা পাথর উত্তোলন বন্ধ করে মাছ শিকার করেন। মহানন্দা নদীতে পানি কমে যাওয়ায় তাঁরা বৃহস্পতিবার সকালে নদীতে মাছ ধরতে যান। দুপুরে মহানন্দা নদীতে জাল ফেললে জালে বড় মাছ পড়েছে বুঝতে পেরে সাবুল পানির নিচে নামেন। পরে ওই দুই সহকর্মীকে নিয়ে ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরে বাসায় নিয়ে আসেন।
সাবুল জানান, মাছ ধরার পর পরই গ্রামের ২০ জন ১২০০ টাকা দরে এক কেজি করে মাছ কিনে নেন। অবশিষ্ট মাছটি বিক্রি করতে তীরনইহাটে নিয়ে আসা হয়। বড় মাছ বিক্রির খবর পেয়ে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকার মানুষ ফোনে বুকিং দেন। বিকেলের মধ্যে মাছ বিক্রি শেষ হয়। পুরো মাছটি ৫৪ হাজার টাকায় বিক্রি হয়। মাছ বিক্রির ৫৪ হাজার টাকা তিন সহকর্মী সমান ১৮ হাজার টাকা করে ভাগ করে নেন।
//এআর