ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মৌলভীবাজারে চার জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চুড়ান্ত

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৩ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ২৩ মার্চ ২০১৬ বুধবার

মৌলভীবাজারের মো: আকমল আলী তালুকদারসহ চার জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চুড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সমন্বয়ক হান্নান খান। আকমল আলী ছাড়া চারজন হচ্ছে আব্দুন নুর তালুকদার ওরফে লাল মিয়া, মো: আনিস মিয়া,ও মো: আব্দুল মোছাব্বির মিয়া। ১৯৪ পৃষ্ঠার প্রতিবেদনে আসামীদের বিরুদ্ধে মৌলভীবাজারের রাজনগর থানার বিভিন্ন গ্রামে হত্যা,লুট, অগ্নিসংযোগ,ধর্ষন, ও নির্যাতনের ২টি অভিযোগ আনা হয়েছে। একাত্তরের ৭ই মে থেকে ২৪শে নভেম্বর র্পযন্ত এসব কর্মকান্ড চালিয়েছে আসামীরা। ১ বছর ৫ মাসের তদন্তে ৩২ জনকে সাক্ষী করা হয়েছে।