ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪,   কার্তিক ২ ১৪৩১

‘অরণ্য নগর’ গড়ছে চীন

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৮ জুলাই ২০১৭ শুক্রবার | আপডেট: ০৮:০৮ পিএম, ২৮ জুলাই ২০১৭ শুক্রবার

অরণ্য নগর গড়ছে চীন। মাত্র আড়াই বছরে নগরটি গড়ে উঠবে। যেখানে থাকবে শতাধিক প্রজাতির ১০ লাখ গাছ। বছরে ১০ হাজার টন কার্বন ও ৫৭ টন দূষণকারী পদার্থ শোষণ করবে গাছগুলো।

বায়ুদূষণ থেকে জনগণকে বাঁচাতে এ প্রকল্প নিয়েছে চীন। দেশটির বেশির ভাগ শহরই ভয়াবহ বায়ুদূষণে আক্রান্ত, যা নাগরিকদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে।

অরণ্য নগরে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর, হোটেল, হাসপাতাল ও বসতবাড়ি। প্রতিটি ভবনই ঢাকা থাকবে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছপালায়। শহরটি যত পুরোনো হবে, গাছাপালা তত বয়স্ক হবে এবং তত কার্বন শোষণ করবে ও অক্সিজেন ছাড়বে। পূর্ণবয়স্ক একটি গাছ বছরে ৪৮ পাউন্ড কার্বন শোষণ ও ২৬০ পাউন্ড অক্সিজেন নির্গমন করতে পারে।

অরণ্য নগর বা ‘ফরেস্ট সিটি’ প্রকল্পে টেকসই শহরের পরিকল্পনা ও উন্নয়নের সীমাকে ছাড়িয়ে গেছে। চীন ২০২০ সালের মধ্যেই এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়ন করবে।

চীনের দক্ষিণাঞ্চলের লিউজিয়াং নদীর তীরবর্তী পার্বত্য অঞ্চলে গুয়াংশিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ নগর গাছ ও সৌর প্যানেলে ঢাকা থাকবে। এই নগরের নকশা করছে ইতালির স্থাপত্য সংস্থা স্তেফানো বোয়েরি আর্কিতেত্তি (এসবিএ)।

প্রচুর গাছপালা বায়ুদূষণ কমানোর পাশাপাশি বাতাসের তাপমাত্রা ও দূষণ কমাবে। জীববৈচিত্র্যে উন্নতির সঙ্গে পাখি ও কীটপতঙ্গের বাস্তুসংস্থানে ভূমিকা রাখবে। কমাবে শব্দদূষণ। বায়ুদূষণ কমানো পরিবেশবান্ধব এই উচ্চাভিলাষী টেকসই শহরটি হবে বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি উদাহরণ।

আর/ডব্লিউএন